চট্টগ্রাম:চট্টগ্রামের হাটহাজারিতে আগুনে দগ্ধ দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহত শিশুরা হলো রাজিয়া সুলতানা (১১) ও মো. সামিন (৩)। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
গতকাল বুধবার সন্ধ্যায় হাটহাজারীর আমানবাজার এলাকায় মো. সেলিমের মালিকানাধীন একটি বাসার তৃতীয় তলার ভাড়াটে মো. আনোয়ারের বাসায় বিকট শব্দে গ্যাস লাইন ফুটো হয়ে বিস্ফোরণ ঘটে। দীর্ঘদিন ওই বাসায় কোনো ভাড়াটিয়া ছিল না। দরজা-জানালা বন্ধ ছিল। ভাড়াটিয়া হিসেবে প্রথম দিন আনোয়ার ওই বাসায় পরিবার নিয়ে উঠেছিলেন। এতে আনোয়ারের ছেলে সামিন, ইয়ামিন ও স্ত্রী সুমি আক্তারসহ মোট ৫ জন দগ্ধ হয়েছেন। আহত ব্যক্তিদের রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল কর্তব্যরত চিকিৎসকেরা রাতেই জানান, আগুনে দগ্ধ ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থল পরিদর্শন শেষে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা জানিয়েছিলেন, গ্যাসের লাইন ফুটো হয়ে এ দুর্ঘটনা ঘটেছে। এটি অন্য কিছু নয়। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার গ্যাসের লাইন পরীক্ষা করে হবে।
চট্টগ্রাম বার্ন ইউনিটের চিকিৎসক সাজনীনা হক জানিয়েছেন, আহত ব্যক্তিরা আগুনে দগ্ধ হয়েছেন।