শনিবার দুপুরে কাওরাকান্দি-শিমুলিয়া নৌপথের পদ্মায় ফেরির ধাক্কার পাথরবাহী একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। পদ্মা সেতুর অ্যাপ্রোজ সড়কের কাজে নিয়োজিত আবদুল মোনেম কোম্পানি লিমিটেডের ওয়ার্কবোট জমজম-৫ এর সহায়তায় উদ্ধার কাজ চলছে ঢিমেতালে।
কাওরাকান্দি শিমুলিয়া নৌপথের পাথর বোঝাই ট্রলারটি ডুবে যাওয়ার ওই স্থানটি বেশ সরু একটি চ্যানেল। এ কারণে ফেরি চলাচল হুমকির মুখে পড়েছে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুবে যাওয়া ট্রলারটি নদীর মাঝ থেকে উদ্ধার করতে পারেনি।
পাথরবাহী ট্রলারের চালক ইনছান মিয়া জানান, মাদারীপুরেরর কাঁঠালবাড়ি হাজরা চ্যানেলের মাঝে একটি টানা ফেরি ডাম্প সকাল ১০টার সময় পাথরবাহী মাওয়া থেকে কাওরাকান্দিগামী পাথর বোঝাই ট্রলার ‘খাদিজা অ্যান্ড তুহিন’ ট্রলারের ওপর দিয়ে উঠে যায়। এতে সঙ্গে সঙ্গে ট্রলারটি নদীর মাঝখানে ডুবে যায়।
শিবচর থানার ওসি আব্দুস সাত্তার জানান, ট্রলারে থাকা ৫ জন শ্রমিক সাঁতরিয়ে তীরে উঠে আসেন। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।