হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আর্জিনা বেগম (২৫) নামে এক ব্র্যাকের পুষ্টিকর্মী আত্মহত্যা করেছেন।
বুধবার (৩১ অক্টোবর) দুপুরে আড়াইটার দিকে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
নিহত আর্জনা উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের শালমারা এলাকার রেজাউল হকের স্ত্রী। তিনি এনজিও ব্র্যাকের স্থানীয় পুষ্টিকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সংসার ও চাকরি জীবনে বেশ চাপের কারণে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েন পুষ্টিকর্মী আর্জিনা বেগম।
এ নিয়ে বেশ কিছু দিন চিকিৎসা করানো হলেও ভালো হন তিনি। বুধবার সকালে স্বামী কাজের ব্যস্ততায় বাড়ির বাহিরে গেলে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন আর্জিনা। পরে প্রতিবেশীরা ঘরে ঢুকে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন।
আদিতমারী থানা পুলিশ মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করেন।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।