হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট: লালমনিরহাটে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (৩১ অক্টোবর) সকালে লালমনিরহাট জেলা জাসদ কার্যালয়ে দলীয় জাতীয় পতাকা উত্তোলনের পরে একটি বর্ণাঢ্য র্যালীবের হয়ে শহরের প্রধান প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাসদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাসদ জেলা সভাপতি এম খোরদেশ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাসদ সাবেক সভাপতি এনামুল হক মন্ডল, ঐক্য ন্যাপের সভাপতি গৌঢ় গোলাপ শাহা, বিশিষ্ট ব্যবসায়ী হাসমত আলী, জেলা জাসদের যুগ্ম সাধারন সম্পাদক বিপ্লব কর্মকার, জেলা জাসদের প্রচার সম্পাদক এস কে সাহেদ প্রমুখ।
আলোচনা সভা ও র্যালীতে জেলা জাসদের সর্বস্তরের নেতৃবৃন্দ, জনসাধারনসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ৪৬বছর ধরে দলীয় করণের বিপরীতে জাসদই একমাত্র সংগঠন প্রগতিশীল জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য আহবান জানিয়ে আসছে।
জঙ্গি-সঙ্গীদের নির্মূল করার মধ্য দিয়েই জাসদ তার অভিষ্ঠ লক্ষ্য সামজতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে এগিয়ে যাবে।
জাসদ প্রতিষ্ঠালগ্ন থেকে আজ অবধি চুল পরিমাণ বিচ্যুত হয়নি এবং ভবিষ্যতেও বিচ্যুত হবে না।
নানা চড়াই উৎরাই পেরিয়ে জাসদ তার স্বকীয়তা বজায় রেখে এগিয়ে চলেছে এবং অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছার মধ্য দিয়েই সমাজতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবে এবং শ্রমজীবী-কর্মজীবী-মেহনতী জনতার মুক্তি আনবে।