গাজীপুরে সরকারি কমর্চারিদের দুই ঘন্টা কর্মবিরতি

গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ঢাকা ফুলজান বিবির বাংলা সারাদেশ

DSC06237
ষ্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্যের প্রতিবাদে এবং পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয় করার দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও দুই ঘন্টা কর্মবিরতি কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি গাজীপুর জেলা শাখা।

সোমবার  সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত চতুর্থ দিনের মতো গাজীপুর জেলা প্রশাসনের অভ্যন্তরে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসন চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা নাজীর আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, উপদেষ্টা মো. হাবিবুল্লাহ, গোলাম রউফ, মো. রইছ উদ্দিন, রহুল আমিন, আখতার হোসেন, আজহারুল ইসলাম, আ. রাজ্জাক, সিরাজ উদ-দৌলা প্রমুখ।

সংগঠন সূত্রে জানা যায়, ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারীরা। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, চলতি মাসের ১০ থেকে ১২ তারিখ পর্যন্ত ৩ ঘন্টা (সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত) করে কর্মবিরতি পালন, ১৫ জুন পূর্ণদিবস কর্মবিরতি এবং ২১ জুন জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *