রাতুল মন্ডল শ্রীপুর: সৃজনে উন্নয়নে বাংলাদেশ”এ প্রতিপাদ্য বিষয় নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের কর্মসূচীর অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুর উপজেলা র্যালী, আলোচনা, মেলা ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সংগীত, নৃত্যানূষ্ঠানের আয়োজন করে শ্রীপুর উপজেলা প্রশাসন।
এ উপলক্ষ্যে ৩০ অক্টোবর (মঙ্গলবার) সকালে প্রশাসনিক বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা/কর্মচারী, জনপ্রতিনিধি সহ স্কুল, কলেজের ছাত্র/ছাত্রীর পাশাপাশি সকল পেশার মানুষের অংশ গ্রহণে উপজেলা পরিষদ চত্বর হইতে বিশাল একটি র্যালী বের হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ চত্বর অডিটোরিয়াম আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতারের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তোজ জহুরা, উপজেলা সাস্থ্য কর্মকর্তা ডাঃ মঈনুল হক খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোহিতুল ইসলাম উপজেলা কৃষি কর্মকর্তা মূয়ীদুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল জলিল, অন্ন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিভিন্ন পর্যয়ের কর্মকর্তা বৃন্দ । আলোচনা সভা শেষে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।