ফসলি জমিতে অধিক পরিমাণে কীটনাশক ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে এর বিকল্প সমন্বিত বালাইনাশক পদ্ধতি ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।
আজ শনিবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু কৃষি পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে প্রধানমন্ত্রী এ পরামর্শ দেন।
তিনি বলেন, আমি কৃষকদের পরামর্শ দিয়ে বলবো, আপনারা জমিতে অধিক পরিমাণে কীটনাশক ব্যবহার করবেন না। অধিক পরিমাণে এই কীটনাশক ব্যবহারের প্রবণতা কমাতে হবে। এতে জমির উর্বরতা কমে যায়।
এ সময় সেচ প্রদানকালে পানির অপচয় রোধেও সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।