২০১৪ সালে অর্থ উপার্জন ও জনপ্রিয়তার দিক থেকে ভারতীয় তারকাদের মধ্যে চতুর্থস্থানে রয়েছেন দেশটির ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, ষষ্ঠস্থানে বিরাট কোহলি ও দশম স্থানে শচীন টেন্ডুলকার। প্রথম থেকে তৃতীয়স্থান পর্যন্ত রয়েছেন যথাক্রমে বলিউড তারকা সালমান খান, অমিতাভ বচ্চন ও শাহরুখ খান।ভারতবর্ষে বলিউড ও ক্রিকেট তারকাদের খ্যাতি অনেক বেশি তা বলার অপেক্ষা রাখে না। আর চলতি বছর খ্যাতির সাথে আর্থিক দিক দিয়ে বেশ শক্তপোক্ত হয়েছে তারা। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি পরিচিত, বিখ্যাত ও জনপ্রিয় ফোর্বস ম্যাগাজিন তেমনটাই বলছে।
২০১৪ সালে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি অর্থ উপার্জন ও জনপ্রিয়তার দিক থেকে ওই তালিকার প্রথম দশের শীর্ষ স্থানটি দখল করেছেন বলিউড তারকা সালমান খান। অর্থের দিক থেকে সালমানের অর্জন হয়েছে ২৪৪ দশমিক ৫০ কোটি রুপি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে অমিতাভ বচ্চন ও শাহরুখ খান। অমিতাভ ১৯৬ দশমিক ৭৫ কোটি রুপি এবং শাহরুখ ২০২ দশমিক ৪০ কোটি রুপি আয় করেন।
শুধুমাত্র বলিউড তারকারাই নন, ওই তালিকায় রয়েছেন ভারতের ক্রিকেট খেলোয়াড়রাও। চতুর্থস্থানে রয়েছেন ধোনি। চলতি বছর তার আয় হয়েছে ১৪১ দশমিক ৮০ কোটি রুপি। ধোনি ছাড়াও ক্রিকেট খেলোয়াড়দের মধ্যে ওই তালিকার ষষ্ঠস্থান দখল করা কোহলি চলতি বছর ৫৮ দশমিক ৪৩ কোটি রুপি আয় করে। আর ৫৯ দশমিক ৫৪ কোটি রুপি নিয়ে দশম স্থানে ২০১৩ সালে ক্রিকেটকে বিদায় জানান টেন্ডুলকার। অর্থের দিক দিয়ে বেশি থাকলেও, জনপ্রিয়তার ক্ষেত্রে টেন্ডুলকারকে পেছনে ফেলে ষষ্ঠস্থানে জায়গা পেয়েছেন কোহলি। এছাড়া তালিকার পঞ্চমস্থানে রয়েছেন বলিউড তারকা অক্ষয় কুমার, সপ্তম থেকে নবম স্থান পর্যন্ত রয়েছেন আমির খান, দীপিকা পাডুকন ও ঋতিক রোশান।
