একই নামে নকল ইমেল অ্যাকাউন্ট তৈরি করে তাঁরই অনুরাগী এবং ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যোগাযোগের অভিযোগ করলেন সুপারস্টার হৃত্বিক রোশন। অভিনেতার অভিযোগ, [email protected] এই অ্যাকাউন্টটির মাধ্যমে প্রাথমিকভাবে নিজেকে হৃত্বিক বলে দাবি করেন জনৈক অভিযুক্ত। তাঁর কথায় বিশ্বাস করে অনুরাগীরা শুভেচ্ছাবার্তা, উপহার, কার্ড অনেক কিছুই পাঠিয়ে থাকেন। এমনকি অনুরাগীরা ভালোবেসে প্রেমপত্র, বিয়ের প্রস্তাব থেকে শুরু করে হুমকিও পাঠায়। সবই আমাদের মেনে নিতে হয়।
একটি সাম্প্রতিক উদাহরণ টেনে তিনি বলেছেন, কিছুদিন আগেই একটি মেয়ে ওই নকল ইমেল অ্যাকাউন্টে তাঁর কিছু ফিল্মের স্ট্রিপ বানিয়ে পাঠিয়েছিল। এই নিয়ে ওই নকল অ্যাকাউন্টের ব্যক্তিটি যা খুশি তাই করে ফেলতে পারত। অবস্থা এতটাই গুরুতর হয়েছে যে এখন হৃত্বিক ফিল্ম ইন্ডাস্ট্রি এবং অনুরাগীদের অনেককেই নিজের আসল অ্যাকাউন্ট আইডি ইমেল মারফত পাঠালে সেটাই কেউ বিশ্বাস করতে চাইছেন না।
হৃত্বিকের ব্যক্তিগত আইনজীবী দীপেশ মেহতা জানিয়েছেন, মুম্বাই পুলিশ কমিশনার রাকেশ মারিয়ার কাছে আমার ক্লায়েন্ট অভিযোগ জানিয়েছেন। আশা করি খুব শিগগিরি অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাকেশ মারিয়া জানিয়েছেন, সাতদিনের মধ্যে এফআইআর রেজিস্ট্রার করা হবে।