মোঃ জাহিদুল ইসলাম, ডিমলা নীলফামারী প্রতিনিধি: নীলফামারী ডিমলা উপজেলা বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ ন্যাপ আয়োজনে ২৫ অক্টবর বিকেল ৩ টায় ডিমলা স্বপন-শবনম ভিলায় উপজেলা ন্যাপ আহব্বাক শাহ্ আজিজুল ইসলাম এর সভাপতিত্বে সদস্য সচিব মোফাক্কারুল ইসলাম পেলব- এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী জেলা ন্যাপ আহব্বাক মোঃ ফরহানুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুগ্ন আহব্বাক মোঃ ওয়াহেদুর রহমান, সদস্য সচিব মগনী সামুদুল আলম দুলাল।
অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডোমার উপজেলা শাখার ন্যাপ নেতা জগবন্ধু রায়, ডিমলা উপজেলা ন্যাপ নেতা মোহাম্মদ আলী সানু, আমিনুল ইসলাম লাজু, দলিলুর রহমান দলিল, এ ছারাও অত্র উপজেলার ১০ ইউনিয়নের ন্যাপ নেতৃবৃন্দগণ বক্তব্য রাখেন।
উল্লেখ্য যে বক্তাগণ আগামী একাদ্বশ জাতীয় সংসদ র্নিবাচনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ- এর চেয়ারম্যান জননেতা জেবেল রহমান গানী র্নিবাচনী প্রচারনা এবং সেন্টা কমিটি গঠনের জন্য স্ব-স্ব ওয়ার্ডের সকল নেতাকর্মী কে আহব্বান জানান।