ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা দাবির অধিকাংশ দাবির সঙ্গে একমত পোষণ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। এ ছাড়া ড. কামাল হোসেনকে শুভকামনা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাতে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় এক বৈঠক শেষে সাংবাদিকদের কাদের সিদ্দিকী এ কথা জানান।
কাদের সিদ্দিকী বলেন, দেশের এই অস্থিতিশীল পরিস্থিতিতে একটা জাতীয় ঐক্য প্রয়োজন ছিল। সরকার জাতীয় ঐক্যের জনপ্রিয়তায় ভীত। ড. কামাল হোসেনের সঙ্গে এক সাথে চলবেন বলেও তিনি জানান।
কামাল হোসেনের সঙ্গে দুই ঘণ্টার এই বৈঠক শেষে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেওয়ার বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে সরাসরি কিছু বলেননি কাদের সিদ্দিকী । তবে জাতীয় ঐক্যফ্রন্টকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, যোগ দেবেন সেটাও বলেননি। যোগ দেবেন না, তাও বলেননি।
এ বৈঠকে গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী ও কৃষক শ্রমিক জনতা লীগের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।