রাতুল মন্ডল শ্রীপুর: গাজীপুরের শ্রীপুর মডেল থানা প্রাঙ্গণে জণসাধারণের নানা সমস্যা ও খোলামেলা আলোচনা শীর্ষক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
(২৫ অক্টোবর বৃহস্পতিবার) সকালে শ্রীপুর মডেল থানার আয়োজনে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদুল ইসলাম এর সভাপতিত্বে ও ইকবাল আহমেদ নিশাত এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম। বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জহুরা,শ্রীপুর থানা সার্কেল এসপি মো. শহিদুল ইসলাম,পৌর মেয়র আনিসুর রহমান প্রমুখ।
এতে অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সকল ইউনিয়নের চেয়ারম্যান, মাদ্রাসা শিক্ষক ও মসজিদের ঈমামসহ সর্বস্তরের মানুষ।
প্রধান অতিথি শামসুন্নাহার পিপিএম সর্বস্তরের মানুষের সমস্যার কথা শোনে তা বাস্তবায়নের আশ্বাস দিয়ে বলেন, “আপনারা যা যা চান না আমরাও সেটা চাই না। আমরা আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করি। তবে আমাদের কোনো পুলিশ অফিসারের কারণে যদি কেও হয়রানী হয়ে থাকেন তার যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করবো।”