হয়তো ভাবছেন আপনার প্রেম ভেস্তে দেওয়ার জন্যই এমন প্রতিবেদন৷ কিন্তু আপনার মঙ্গলের কথা ভেবেই একথা বলছি৷ প্রেমের সম্পর্কে এমন কিছু পর্যায়ের সৃষ্টি হয় যেখানে ব্রেকআপ করা ছাড়া গতি থাকে না৷ যে প্রেমের সম্পর্কে ভালোবাসা হারিয়ে গিয়েছে তা শুধু শুধু বয়ে বেড়িয়ে লাভ নেই৷ এতে আপনি বা আপনার সঙ্গী কেউই মানসিক দিক থেকে সুখ পাবেননা৷ তার চেয়ে সম্পর্ক ভেঙে এগিয়ে চলুন নতুন জীবন গড়তে৷ কিন্তু হয়তো বুঝতে পারছেন না কোন সময়ে আপনার সম্পর্ক থেকে বেড়িয়ে আসা উচিত৷ তাই জেনে নিন কোন পর্যায়ে আপনার সম্পর্ক থেকে বেড়িয়ে আসা উচিত৷
১. প্রেমের সম্পর্কে দুজনের মধ্যে ঝগড়া হওয়াটা খুব স্বাভাবিক৷ কিন্তু তাই বলে নিয়মিত অশান্তি বা ঝগড়া লেগে থাকলে সে সম্পর্ক ভেঙে ফেলাই মঙ্গল৷ কারণ এমন সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া মানেই সারাজীবন অশান্তি ভোগ করা৷ প্রেমিক প্রেমিকার মধ্যে যদি নিয়মিত ঝগড়া, মারামারি বা গালিগালাজের পরিস্থিতি সৃষ্টি হয় তবে বুঝবেন সম্পর্কে দাড়ি টানার সময় এসেছে৷ কারণ মারামারি বা গালাগাল কখনও ভালোবাসার বহিঃপ্রকাশ হতে পারে না৷
২. প্রেমের সম্পর্কে প্রেমিক বা প্রেমিকার দিক থেকে প্রতারণা ধরা পড়লে সেই সম্পর্ক ত্যাগ করাই শ্রেয়৷ প্রতারণ করার পর সঙ্গীকে আর একটি সুযোগ দেওয়া মানেই বোকামি৷ এর কারণ ভবিষ্যতে আপনি আর কোনো দিনও তাকে বিশ্বাস করতে পারবেন না৷ আর সম্পর্কে একবার সন্দেহ প্রবেশ করলে অশান্তি চিরকালই থেকে যাবে৷ এছাড়াও একবার যিনি প্রতারণা করেছেন তিনি যে ফের একই কাজ করবেন না তার গ্যারান্টিও নেই৷
৩. প্রেমের গোড়ার দিকে ঘন ঘন ফোন, বা দেখা করার পালা চলতে থাকে৷ কিন্তু প্রেম একটু থিতু হলেই যোগাযোগে ঘাটতি দেখা যায়৷ কিন্তু তাই বলে কেউ যদি একেবারেই তার সঙ্গীর সঙ্গে যোগাযোগ না রাখেন তবে এই বিষয়টি অবশ্যই ভাববার৷ কারণ সঙ্গীর সঙ্গে কথা বলা বা দেখা করা গোটা বিষয়টাই অনুভূতির ব্যপার৷ তাই যোগাযোগের মাত্রা কমে গেলে বুঝে নিতে হবে আপনার প্রতি তার আগ্রহ ফুরিয়েছে৷ সেক্ষেত্রে সম্পর্কে ব্রেকআপ মাস্ট৷
৪. প্রেমের সম্পর্কে একে অপরের প্রতি স্বচ্ছতা একান্ত প্রয়োজন৷ প্রেমিক প্রেমিকার মধ্যে কেউই যদি সঙ্গীর কাছ থেকে নিজেকে গোপন করে রাখেন তবে সম্পর্কে সন্দেহ জন্ম নেয়৷ এই ধরণের সম্পর্ক টিকিয়ে রাখা খুব মুশকিল৷ যদি সঙ্গীর কাছে স্বচ্ছ না থাকতে পারেন বা আপনার যদি মনে হয় আপনার সঙ্গী আপনার কাছ থেকে সবকিছু গোপন করে রাখছে তবে সেসম্পর্ক টিকিয়ে রেখে লাভ নেই৷ এতে লাভের লাভ কিছু হবে না৷ রবং আপনার মানসিক অশান্তিই বাড়বে৷
৫. প্রেমের সম্পর্কে যদি একঘেয়েমি ও বিষণ্ণতা ভর করে তবে সেই সম্পর্ক ভেঙে ফেলুন৷ কারণ যে প্রেমে মানসিক শান্তি নেই তা জীবনভর বয়ে বেড়ান যায় না৷ এই ধরণের সম্পর্ক টিকিয়ে রাখলে মানসিক ও শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে৷-ওয়েবসাইট।