হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট:“ঘরে ইঁদুর মাঠে ইঁদুর, ধ্বংস করে অন্ন, সবাই মিলে ইঁদুর মারি, ফসল রক্ষার জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলা কৃষি অফিসের আয়োজনে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০১৮ শুরু হয়।
এ উপলক্ষে একটি বর্ণ্যঢ্য র্র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসান।
পরে উপজেলা কৃষি অফিসের হলরুমে এক আলোচনা সভা ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে আয়োজন করা হয়।
উপজেলা কৃষি অফিসার মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসান।
অরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মজিবর রহমান, প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল, তুষভান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রশিদা ইয়াসমিন, যুবলীগ সভাপতি রেফাজ রাঙ্গা।
অনুষ্ঠানে ক্ষুদ্র ও প্রান্তিক ৩‘শ জন কৃষকের মাঝে জনপ্রতি ১ কেজি সরিষা বীজ ও ১০ কেজি করে সার বিনামূল্যে বিতরণ করা হয়।