চট্টগ্রাম-১১ আসনের আওতাধীন তিনশত মসজিদের সাতশত সম্মানিত ইমাম-মুয়াজ্জিনদের সংবর্ধনা ও সম্মাননা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এম এ লতিফ। মঙ্গলবার চট্টগ্রাম বন্দর রিপাবলিক ক্লাবে অনুষ্ঠিত সংবর্ধনা দিয়ে সম্মাননা প্রদান করেন এম. এ. লতিফ এমপি।
অনুষ্ঠানে এম এ লতিফ এমপি বলেন, ইমাম-মুয়াজ্জিনরা হচ্ছেন সমাজের সম্মানিত ব্যক্তি। অথচ তাদের পেশাদারিত্বের কোন সংগঠন না থাকায় চাকরিচ্যুতসহ নানাবিধ সমস্যায় পড়তে হয়। আমি নিজ মূল্যবোধ থেকে আলেম সমাজের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং শুকরিয়া আদায় করছি।
এর আগে, গত ১১ আগস্ট এম. এ. লতিফ এমপি’র উদ্যোগে চট্টগ্রাম-১১ আসনের আওতাধীন মসজিদসমূহের ইমাম-মুয়াজ্জিনদের সাথে মতবিনিময়ের মাধ্যমে সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট ‘ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদ’ গঠনের প্রস্তাব গৃহীত হয়। গঠিত পরিষদে আলেম সমাজের আর্থিক সহায়তার জন্য এম এ লতিফ এমপি কমিটি গঠনের পর প্রাথমিকভাবে ১০ লক্ষ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন। ক্রমান্বয়ে এই তহবিল ৫০ লক্ষ টাকায় উন্নীত করার কথা বলেন। এই তহবিলের মাধ্যমে ইমাম মুয়াজ্জিনদের পরিবারের কল্যাণ- চিকিৎসা সেবা, গৃহ নির্মাণ, সন্তানদের লেখাপড়া ইত্যাদি কাজ করা হবে।
বায়তুল আমিন জামে মসজিদ’র খতিব মুহাম্মদ আতিকুল্লাহ’র সভাপতিত্বে এবং বন্দর সিবিএ’র যুগ্ম সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন চিটাগাং চেম্বারের মাহবুবুল হক চৌধুরী (বাবর), জহুরুল আলম, সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, বিশিষ্ট সমাজসেবক নবী দোভাষ ও মো. জসিম উদ্দিন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কমান্ডার মো. এনামুল হক চৌধুরী ও শেখ মাহমুদ ইসহাক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, বন্দর থানা আওয়ামী লীগ’র সভাপতি নুরুল আলম, ৩৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ’র সভাপতি হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক আবদুল মান্নান, কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, গোলাম মোহাম্মদ চৌধুরী, গোলাম মোহাম্মদ জোবায়ের ও জিয়াউল হক সুমন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শেখ দেওয়ান আলী জামে মসজিদ’র খতিব ও পেশ ইমাম মাওলানা কাশেম আল-কাদেরী, আগ্রাবাদ জামে মসজিদ’র খতিব ও পেশ ইমাম মাওলানা মুহাম্মদ ইসমাঈল, বায়তুল জান্নাত জামে মসজিদ’র খতিব ও পেশ ইমাম মাওলানা আবু তৈয়ব, আজগর আলী জামে মসজিদ’র খতিব ও পেশ ইমাম মাওলানা আব্দুল মাবুদ, গাউছিয়া সুলতানিয়া জামে মসজিদ’র খতিব ও পেশ ইমাম মাওলানা জামাল উদ্দিন, ভেন্ডা চৌধুরী পাড়া জামে মসজিদ’র খতিব ও পেশ ইমাম মাওলানা আক্কাস উদ্দিন, নিশ্চিন্তা পাড়া জামে মসজিদ’র খতিব ও পেশ ইমাম ডাঃ মাওলানা আবুল হাশেম আনচারী, সিমেন্ট ক্রসিং জামে মসজিদ’র খতিব ও পেশ ইমাম মাওলানা মুহাম্মদ আনোয়ারুল ইসলাম, আলহাজ্ব হাফিজুর রহমান জামে মসজিদ’র খতিব ও পেশ ইমাম আলহাজ্ব মাওলানা এখলাছুর রহমান, মসজিদ আকবর জামে মসজিদ’র খতিব ও পেশ ইমাম মাওলানা সৈয়দ আহমদ আল-কাদেরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা শফি বাঙ্গলী, লবণ শ্রমিক লীগ সভাপতি আবদুল মতিন মাস্টার, বন্দর ব্যবহারকারী শ্রমিক-কর্মচারী লীগ’র প্রতিষ্ঠাতা সভাপতি ইমাম হোসেন, ইপিজেড থানার আওয়ামী লীগ’র আহবায়ক হারুনুর রশিদ, যুগ্ম-আহবায়ক আবু তাহের পতেঙ্গা থানা আওয়ামী লীগ’র আহবায়ক আব্দুল হালিম, যুগ্ম-আহবায়ক, এস.এম.ইসলাম, ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেলিম রেজা, ৩৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. হাসান সাধারণ সম্পাদক মো. হাজী হাসান, ৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মো. সুলতান নাসির উদ্দিন, ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগ সংগঠনিক সম্পাদক আলী আকবর।