রিয়াল মাদ্রিদের সাবেক কিংবদন্তি খেলোয়াড় রাউল বিশ্বাস করেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বিবেচিত হতে পারেন। একইসাথে তিনি আশা করেন পর্তুগিজ এই তারকা তার সর্বোচ্চ গোলের রেকর্ডও ভাঙ্গতে পারবেন।
মাদ্রিদের এই সুপারস্টার বর্তমানে তার ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন, ইতোমধ্যেই রিয়ালের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ২২ ম্যাচে ৩০ গোল করে ফেলেছেন। আর সে কারনেই ২০১৪ সালের ফিফা ব্যালন ডি’অর পুরস্কার প্রাপ্তিতে লিয়নেল মেসি এবং ম্যানুয়েল ন্যুয়ারকে পেছনে ফেলে এবারও জিতে নিবেন বলে অনেকেই ভবিষ্যদ্বাণী করে ফেলেছেন। রাউল বিশ্বাস করেন ২৯ বছর বয়সী রোনাল্ডোকে শুধুমাত্র এই সময়ের নয় সর্বকালের সেরা ফুটবলার হিসেবেই সহজেই বিবেচনা করা যায়। বিবিসি ওয়ার্ল্ড ফুটবল শো’তে রাউল বলেছেন, ‘আমি মনে করি এখন তিনি শীর্ষে আছেন। এভাবে চলতে থাকলে সর্বকালের সেরা ফুটবলার হতে তার বেশি সময় লাগবে না। আমি মনে করি রোনাল্ডো এবং মেসি ফুটবলের ইতিহাসে সেরা দুই খেলোয়াড়। তারা দুজনেই শীর্ষে রয়েছেন, তাই বলা কঠিন কে প্রথম বা কে দ্বিতীয়। কিন্তু ক্রিস্টিয়ানো যদি আরো পাঁচ বছর এভাবে খেলতে থাকে তবে কিছুই বলা যায় না।
গত সপ্তাহে রোনাল্ডো লা লিগায় তার ২০০তম গোল পূরণ করেছেন। একইসাথে তিনি লা লিগায় সর্বোচ্চ হ্যাটট্রিকের রেকর্ড ভঙ্গ করেছেন। ২৩ বার তিনি লা লিগায় হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করেন। রাউল বিশ্বাস করেন সর্বকালের সর্বোচ্চ ৩২৩ গোলের রেকর্ডও অচিরেই ভাঙতে পারবেন রোনাল্ডো। আর এটা করতে পারলে রাউল খুশিই হবেন বলে স্বীকার করেছেন।