সিলেটের রেজিস্ট্রারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশে যোগ দিতে সিলেট পৌঁছেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকাল ৫টা ৪০মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট যান জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সিলেট বিএনপি সূত্রে জানা গেছে, নেতাকর্মীদের আত্মবিশ্বাস বাড়াতে জাতীয় ঐক্যফ্রন্টের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে অংশ নিতে বিকেলে সিলেটে পৌঁছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ঐক্যফ্রন্ট নেতা সুলতান মোহাম্মদ মনসুরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। এছাড়াও সমাবেশে উপস্থিত থাকবেন সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
বুধবার দুপুর ২টায় নগরীর রেজিষ্ট্রারি মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে ইতিমধ্যে প্রশাসনকে অবহিত করা হয়েছে। রেজিস্ট্রারি মাঠে সমাবেশের বিষয়ে অনুমতি দিয়েছে প্রশাসন।
সিলেট প্রশাসন সূত্রে আরও জানা গেছে, বিএনপির রেজিষ্ট্রারি মাঠে সমাবেশের বিষয়ে অনুমতি দেওয়া হয়েছে। তবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে প্রশাসন তা প্রতিহত করবে।
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক জানান, বিকাল ৫টা ৪০ মিনিটে বিমানের একটি ফ্লাইটে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতা সিলেট এসে পৌঁছান।
তারা রাতে নগরীর হোটেল রোজভিউ এ রাত্রিযাপন করবেন বলে জানিয়েছেন আজমল বখত সাদেক।