যশোরের নওয়াপাড়া পাচকবর নামক স্থানে আজ সকাল সাড়ে ৮টার দিকে একটি পাথরবোঝাই ট্রাককে একটি ট্রেন ধাক্কা দিলে খুলনার সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ৩ ঘন্টা চেষ্টার পর ট্রেনলাইনের ওপর থেকে ট্রাকটি সরানোর পর আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
নওয়াপাড়া রেলস্টেশন মাস্টার মহাসিন রেজা জানান, খুলনা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা কপোতাক্ষ এক্সপ্রেস সকাল সাড়ে ৮টার দিকে নওয়াপাড়া রেলস্টেশন অতিক্রম করে। এরপর ট্রেনটি পাঁচকবর এলাকার করিম পেট্রোলিয়াম ডিপো এলাকায় পৌঁছলে একটি পাথর বোঝাই ট্রাক রেললাইন অতিক্রম করার চেষ্টা করার সময় ট্রেনটির সাথে ধাক্কা খায়। এতে ট্রাকটি রেললাইনের সাথে আটকে যায়। এরপর ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়। ঘটনার পর থেকে খুলনার সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
স্টেশন মাস্টার মহাসিন রেজা আরও বলেন, আটকে থাকা ট্রাকটি সরিয়ে নিতে রেলকর্মীদের সাথে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যোগ দেন। তিন ঘন্টা চেষ্টার পর বেলা সাড়ে ১১টার দিকে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয় বলে তিনি জানান।