২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশে ৫০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
শনিবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিকেএমইএর উদ্যোগে “গ্লোবাল বায়ার্স ইনফরমেশন ডাইরেক্টরি” বইয়ের মোড়ক উন্মোচন ও বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, আমাদের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ৫০ বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণ অসম্ভব কিছু নয়। এটা আমরা করতে পারব। কারণ এ খাতে সরকার এবং উদ্যোক্তারা একত্রে কাজ করছে।
যুক্তরাষ্ট্রের সমালোচনা করে মন্ত্রী বলেন, যাদের দেশে মাত্র ৩ শতাংশ কারখানায় ট্রেড ইউনিয়ন আছে। তারা ট্রেড ইউনিয়ন নিয়ে এত কথা বলে কেন?
তিনি বলেন, কম্বোডিয়ার একটি কারখানায় প্রায় ৪০টি ট্রেড ইউনিয়ন রয়েছে। আমরা তাদের মত হতে চাই না। চার-পাঁচজন শ্রমিক নিয়ে ট্রেড ইউনিয়ন হবে না। ট্রেড ইউনিয়ন করতে চাইলে ৩০ শতাংশ শ্রমিক একত্রিত হতে হবে। তা না হলে কারখানার উৎপাদন ব্যাহত হবে।
বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে চাল রপ্তানি শুরু করছে বলে উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী।
বিকেএমইএর সভাপতি একেএম সেলিম ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানসহ বিকেএমইএর সদস্যবৃন্দ।
প্রসঙ্গত, প্রকাশিত “গ্লোবাল বায়ার্স ইনফরমেশন ডাইরেক্টরি” বইটিতে পৃথিবীর ১৬০ টি দেশের ২৫ হাজারের অধিক বায়ারের ঠিকানা এবং ব্যবসা সংক্রান্ত তথ্য রয়েছে।