মুখোমুখি ধাক্কা লেগে যাওয়ায় ‘সি সার্ফার’ পল কেনির ডান হাতের কনুই কামড়ে ধরে একটি হাঙর। কিন্তু অন্য হাত দিয়ে হাঙড়ের মুখে ঘুষি মারতে থাকেন পল, যতক্ষণ না হাঙর তার হাত ছেড়ে পালায়।
গত শনিবার ঘটনাটি ঘটেছে সিডনির সামুরাই সমুদ্রতট লাগোয়া নিউডিস্ট তীরে।
৫০ বছরের পল বলেন, তিনি যখন সার্ফিং করছিলেন, তখন হঠাৎ একটি ঢেউ ভেঙে একটি বুল শার্কের মুখোমুখি হন। তার সঙ্গে ধাক্কা লাগে হাঙরটির। তাতেই রেগে গিয়ে হাঙরটি তার কনুই কামড়ে ধরে।
পল জানান, ব্যথা লাগলেও সেই মুহূর্তে হাঙরের হাত থেকে বাঁচতে আর কোন উপায় না পেয়ে অন্য হাতে হাঙরটিকে ঘুষি মারতে থাকেন। অবশেষে ঘুষি খেয়ে পালায় হাঙরটি। হাঙড় পালানোর পর প্রায় এক মিটার পর্যন্ত প্রাণীটির ডানা লক্ষ্য করেন তিনি।
তারপর প্রায় দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে যে ঢেউ দেখতে পান, তার উপরই ভর করে পাড়ের দিকে যেতে থাকেন পল। পাড়ে তাকে দেখতে পেয়ে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, পলের ডান কনুইয়ের উপরে গুরুতর চোট হয়েছে। তার চিকিৎসা চলছে।