গাজীপুর: গাজীপুর-১(কালিয়াকৈর)সংসদীয় আসনে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী হিসেবে হাতুড়ী প্রতীকের প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন মো: আব্দুল মজিদ।
আজ শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে চান্দনা চৌরাস্তা এলাকায় সভা ও প্রচারণা করে তিনি এমপি প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেন।
আ: মজিদ বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির গাজীপুর জেলার সভাপতি ও বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের গাজীপুর জেলার সাধারণ সম্পাদক।
গাজীপুর মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মামুন হোসেনের সঞ্চালনায় আ: মজিদ কে এমপি প্রার্থী হিসেবে ঘোষনা করার জন্য অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন গণতান্ত্রিক পার্টির গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: আবুল কাশেম, ওয়ার্কার্স পার্টির গাজীপুর জেলার সাধারণ সম্পাদক মীর দেলোয়ার হোসেন ও জাতীয় গণতান্ত্রিক দল জাসদের গাজীপুর মহানগরের সভাপতি ডা: রাশেদুল হক রানা প্রমূখ।