ইসলামিক স্টেটের (আইএস) পক্ষে প্রচারণার উদ্দেশ্যে একটি টুইটার পেজ পরিচালনায় জড়িত সন্দেহে শনিবার এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ভারতের ব্যাঙ্গালুরুর পুলিশ। তার নাম মেহেদি মাসরুর বিশ্বাস (২৪)। তিনি উত্তর ব্যাঙ্গালুরুর জালাহালি আবাসিক এলাকার বাসিন্দা।
ব্যাঙ্গালুরুরের কর্ণাটকের পুলিশের ডিজিপি পাকচাও এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ আইএসের হয়ে এক টুইটার একাউন্ট পরিচালনার দায়ে মেহেদি মাসরুরকে গ্রেফতার করা হয়েছে। তিনি এই একাউন্টের মাধ্যমে আইএসের সদস্য সংগ্রহে নিয়োজিত ছিলেন। তিনি ইংরেজিতে কথা বলা সন্ত্রাসী দলের সদস্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলতেন এবং সদস্য সংগ্রহের বিষয়টি তাদের অবহিত করতেন। টুইটারে ইংরেজিতে পোস্ট করা তার বিভিন্ন বিষয় আরবিতে রূপান্তর করা হতো। তার দেওয়া কিছু টুইট বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।’
তিনি আরো বলেন, ‘কত জন লোক আইএসে নিয়োগ দিতে পেরেছেন তিনি কিংবা কত লোক ভারতের বাইরে গিয়ে আইএসের হয়ে যুদ্ধে যোগ দিয়েছে, সে ব্যাপারে নিদিষ্ট কোনো তথ্য আমাদের হাতে নেই।’
পশ্চিমবঙ্গের গোলাপপুরের বাসিন্দা মাসরুর ২০১২ সাল থেকে ব্যাঙ্গালুরুর এমএনসি প্রতিষ্ঠানে উচ্চ বেতনে কর্মরত ছিলেন।
ব্যাঙ্গালুরুর পুলিশ কমিশনার এম এন রেডি বলেন, এশিয়ায় জিহাদি সদস্য সংগ্রহে মাসরুর ৬০ জিবি ক্ষমতা সম্পন্ন ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করতেন, যেটা খুবই ব্যয়বহুল।বেআইনি কার্যক্রম প্রতিরোধ আইনের ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।