কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: শারদীয় দুর্গা পুজায় হিন্দু সম্প্রদায়ের সাথে কালীগঞ্জে শুভেচ্ছা ও কুশল বিনিময় এবং মন্দির পরিদর্শন করেছেন গাজীপুর জেলার পুলিশ সুপার সামসুন্নাহার।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কালীগঞ্জ পৌরসভার মুনশুরপুর এলাকায় মনসাতলা দুর্গা মন্দির গিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে সাক্ষাত করে তাদের খোঁজ খবর নেন এসপি সামসুন্নাহার। এই সময় উপস্থিত ছিলেন, ইউএনও খন্দকার মু. মুশফিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ হোসেন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. আবু বকর মিয়া, উপজেলা দুর্গা পুজা উদযাপন কমিটির সভাপতি প্রণয় কুমার দাস, মনসাতলা দুর্গা পুজা উদযাপন কমিটির সভাপতি পঙ্কজ কুমার নাখ (নন্দ), সাধারন সম্পাদক ধ্রুবজিত চন্দ্র ঘোষ, সিনিয়র সহ-সভাপতি বিশ^জিৎ আচার্য্য, সহ-সভাপতি জীবন চন্দ্র দাস, যুগ্ম সম্পাদক কনক চন্দ্র দে ও সঞ্জিত চন্দ্র শীল, অর্থ বিষয়ক সম্পাদক অজিত চন্দ্র শীল, সহ-অর্থ বিষয়ক সম্পাদক পলাশ চক্রবর্তী প্রমুখ। পরে পুলিশ সুপার ধরবাড়ি দুর্গা মন্দির ও জয়দেব বাড়ি দুর্গা মন্দিরে গিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।