পাওনা ১৪১৭৩ কোটি টাকা ৩৪ হাজার কোটি টাকা আটকে আছে ২২ জায়গায়

Slider অর্থ ও বাণিজ্য জাতীয় টপ নিউজ ঢাকা নারী ও শিশু বাংলার আদালত রাজনীতি সারাদেশ

justic pc

গ্রাম বাংলা ডেস্ক: দেশের বিভিন্ন ব্যাংকের গ্রাহকের আমানতের টাকা বছরের পর বছর আটকে আছে রাষ্ট্রীয় বেশ কিছু প্রতিষ্ঠান ও সংস্থার কাছে। এক দিকে সরকারের ঋণ গ্রহণ এবং অন্য দিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর ব্যাংকিং খাত থেকে ঋণ নিয়ে সে টাকা ফেরত না দেয়ায় বেসরকারি খাতের ঋণপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে পড়ছে। ২২টি প্রতিষ্ঠানের কাছে বিভিন্ন ব্যাংকের পাওনা বকেয়া ঋণের পরিমাণ হলো ৩৩ হাজার ৯১৩ কোটি ৬৫ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের কাছেই পড়ে আছে ১৪ হাজার ১৮৩ কোটি ৬৪ লাখ টাকা। অর্থ মন্ত্রণালয় থেকে জানা গেছে, রাষ্ট্রায়ত্ত ২২টি প্রতিষ্ঠানের কাছে বর্তমানে শ্রেণিকৃত ঋণের পরিমাণ হলো ১৭২ কোটি ২৯ লাখ টাকা। যার মধ্যে ৮৯ কোটি ৫২ লাখ টাকা আছে বিসিআইসির কাছে। বিসিআইসির কাছে বকেয়া ঋণ গত ডিসেম্বরে এক হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। ফলে ২০১২ সালের ডিসেম্বর শেষে তিন হাজার ৯১০ কোটি টাকা থেকে বেড়ে এখন চার হাজার ৯৪৪ কোটি ৬২ লাখ টাকায় দাঁড়িয়েছে। বিপিডিবির কাছে বকেয়া ঋণ বেড়েছে এক বছরে এক হাজার ১৬৩ কোটি টাকা। ফলে এই বকেয়ার ঋণের টাকা চার হাজার ৮১২ কোটি টাকা থেকে এখন ছয় হাজার ১৭৫ কোটি টাকায় উন্নীত হয়েছে। বিজেএমসির কাছে ৫৪৬ কোটি টাকা বকেয়া ব্যাংকঋণ এখন ৬৬৪ কোটি ১৬ লাখ টাকায় পৌঁছেছে। বিএডিসির কাছে পাওনা ৫০৩ কোটি টাকা বেড়ে এখন দুই হাজার ২৪৭ কোটি ৩০ লাখ টাকায় দাঁড়িয়েছে। তবে কমেছে বিপিসির বকেয়ার পরিমাণ। তাদের অর্থের পরিমাণ ১৯ হাজার ৯৮৫ কোটি টাকা থেকে কমে এখন ১৪ হাজার ১৮৩ কোটি টাকায় দাঁড়িয়েছে।
এ ছাড়া বকেয়া ঋণের টাকা পড়ে আছে যেসব প্রতিষ্ঠানের কাছে সেগুলো হলোÑ বিটিএমসি ১২৮.৬৫, বিএসইসি ২২৯.১৮, বিএসএফআইসি ২৭৫৭.০৩, বিজেএমসি ৬৬৪.১৬ কোটি টাকা, বিওজিএমসি ১৩২৭.৯১ কোটি টাকা, ডেসা ৮.৪১ কোটি টাকা, ঢাকা ওয়াসা ৩৭.৩২ কোটি টাকা, বিএসসি ৩৫.২৬ কোটি টাকা, বিবিসি ৪৯.৬৮ কোটি টাকা, বিআরটিসি ৫৩.৭৩ কোটি টাকা, সিপিএ ১৪৯.২৮ কোটি টাকা, এমপিএ ৬৬.৮৪ কোটি টাকা, টিসিবি ৭৯.১০কোটি টাকা। সেবা খাতের মধ্যে বিডব্লিউডিবির কাছে ৭১৩.৪৬ কোটি টাকা, বিটিবি ৫১.২৪ কোটি টাকা, বিএফডিসি ১.৬৫ কোটি টাকা, বিএসসিআইসি ২.৮৭ কোটি টাকা এবং আরইবির কাছে ৬.৯৬ কোটি টাকা রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণের বকেয়া টাকা পড়ে আছে।
এদের মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠানকে সরকার ভর্তুকিও দিয়ে যাচ্ছে বছরের পর বছর। ফলে এক দিকে ব্যাংকের টাকা পরিশোধ করতে পারছে না, অন্য দিকে রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা দিয়ে এসব প্রতিষ্ঠানকে স্যালাইন দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। ২০১২-১৩ অর্থবছরে রাষ্ট্রীয় সংস্থাগুলোর মধ্যে বিটিএমসি ২১ কোটি ৫০ লাখ টাকা, বিএসএফআইসি ৩১০ কোটি ৬৪ লাখ টাকা, বিজেএমসি ৩৮৪ কোটি ৭৫ লাখ টাকা, বিপিডিবি ৫ হাজার ২৬ কোটি ১১ লাখ টাকা, বিআরটিসি ৫৪ কোটি ২৮ লাখ টাকা, বিবিএ ১৮ কোটি ১২ লাখ টাকা, বিপিসি ৪ হাজার ৮৩২ কোটি ৩৬ লাখ টাকা, টিসিবি ৩৮ কোটি ৫০ লাখ টাকা এবং আরইবি ২৩ কোটি ৩৩ লাখ টাকা লোকসান দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *