ভারত-রাশিয়া সম্পর্কের গুরুত্বপূর্ণ স্তম্ভ প্রতিরক্ষা সহযোগিতা : প্রণব

সারাবিশ্ব

image_162513.pronobভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী বলেছেন, ভারত ও রাশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারিত্বের গুরুত্বপূর্ণ স্তম্ভ হল প্রতিরক্ষা সহযোগিতা। নয়াদিল্লীর প্রতিরক্ষার প্রয়োজনে মস্কো সবসময় একটি বিশ্বস্ত ও অপরিহার্য অংশীদার হয়ে থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠককালে প্রণব মুখার্জী বলেন, ভারতের প্রতিরক্ষা খাতে রাশিয়ার অংশগ্রহণকে স্বাগত জানায় নয়াদিল্লী। রাষ্ট্রপতি ভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
পুতিন ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি বলেন, ভারত ও রাশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারিত্বের গুরুত্বপূর্ণ ভিত্তি হল প্রতিরক্ষা সহযোগিতা এবং নয়াদিল্লীর প্রতিরক্ষা প্রয়োজনে মস্কো সবসময় একটি বিশ্বস্ত ও অপরিহার্য অংশীদার হয়ে থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার সম্প্রসারণ ভারতের কাছে অগ্রাধিকার।
প্রণব মুখার্জী রাশিয়ার প্রেসিডেন্টকে বলেন, ভারত তাকে একজন ভাল বন্ধু এবং দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বেও পেছনে চালিকাশক্তি হিসেবে বিবেচনা করে।
তিনি বলেন, ‘আরও বিভিন্ন ক্ষেত্রে ভারত-রাশিয়া অংশীদারিত্ব জোরদার ও নির্ভরশীল করতে নয়াদিল্লী অঙ্গীকারবদ্ধ।’
মুখার্জী বলেন, পুতিনের ভারত সফরে তিনি খুবই খুশি হয়েছেন। কারণ তার এই সফরের মধ্য দিয়ে আগামী বছরগুলোতে উভয় দেশের কৌশলগত অংশীদারিত্ব জোরদার করে একটি গুণগত মানের নতুন পর্যায়ে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের জন্য রাশিয়ার সমর্থনের প্রশংসা করে তিনি বলেন, এ লক্ষ্যে উভয় দেশের ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত।
ভারতের রাষ্ট্রপতি বলেন, বহুপক্ষীয় রপ্তানি নিয়ন্ত্রক সংস্থায় ভারতের সদস্যপদের জন্য রাশিয়া সমর্থন দেয়ায় কৃতজ্ঞ নয়াদিল্লী।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের রাষ্ট্রপতিকে বলেন, তার ভারত সফর সফল ও অর্থবহ হয়েছে এবং দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হয়েছে।
উভয় দেশ ব্যবসা-বাণিজ্যে আরো ভাল কিছু করতে পারে এ ব্যাপারে প্রণব মুখার্জীর সঙ্গে একমত পোষণ করে পুতিন বলেন, জ্বালানি ও প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার হলে রাশিয়া খুবই খুশি হবে।
রাশিয়ার প্রেসিডেন্ট বৃহস্পতিবার মুখার্জীর ৭৯তম জন্মদিনে শুভেচ্ছা জানান এবং তাকে ১৯৩০ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের রাশিয়া সফরের ওপর তৈরি প্রামান্যচিত্র ও বেশ কয়েকটি আলোকচিত্র উপহার দেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *