নির্বাচনী প্রতিশ্রুতি, ————-কোহিনূর আক্তার

সাহিত্য ও সাংস্কৃতি

নির্বাচনী প্রতিশ্রুতি,
————-কোহিনূর আক্তার,

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী
নমিনেশন দেয়া হচ্ছে ।
একজন এম পি, মন্ত্রী হয়ে যাওয়ার পর
তাদের দেয়া প্রতিশ্রুতি কথা মনে রাখে কি ?
মনে পরে না এই দেশ বহনকারী সে একজন ,
ভুলে যায় অনেক বড় দায়িত্ব পালনের কথা
ভুলে যায় বেকারেত্বর কথা ,
ভুলে যায় গরীব অসহায় মানুষের কথা ।

আমি একজন এম পি কে দেখতে চাই =
যে, একজন যুবকের জীবনটাকে নেশার ধোঁয়ায় উড়িয়ে
বশীভূত করবে না তারই হাতের মুঠোয় ,

আমি একজন এম পি কে দেখতে চাই =
যে,দেশের জন্য, দেশের মানুষের জন্য সুস্থ চিন্তা করবে।
তার এলাকায় কোন অন্যায় কেস হবে না ,
কোন চোর থাকবে না,
কোনো গরীব অসহায় মানুষ তার কাছে থেকে খালি হাতে ফিরবে না ।
তার এলাকায় কোনো অন্যায় অনাচারে লিপ্ত থাকবে না ।
এবং কোনো সুন্দরীকে বলবে না চলেন একটু পাশের ঘরে ,
বেকারেত্বর জন্য কর্মসংস্থান গড়ে তুলবে ।
প্রত্যেক বেকার যুবকের চাকুরি বাধ্যতামূলক করবে ।
বয়স্ক ভাতা কার্যক্রম বাস্তবায়ন অবশ্যই করবে এবং
তা যেনো সন্মান জনক হয় ।
তা না হলে একদিন সাধারণ জনতার কাছে প্রশ্নের সম্মুখী হতে পারে

নমিনেশন দেয়ার আগেই ভাবতে হবে :
কাকে নমিনেশন দেয়া হচ্ছে, সে দেশের জন্য কতোটুকু সঠিক ? ব্যক্তি হিসেবে কতোটুকু যোগ্যতা পাবে মানুষের কাছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *