গুগলের সবচেয়ে জনপ্রিয় মোবাইল বন্ধ করে দেওয়া হল। ২০১৩-তে বাজারে আসা নেক্সাস ৫ বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানাল গুগল। আর কিছুদিনের মধ্যেই এই ফোন বাজার থেকে চলে যাবে বলে জানিয়েছেন গুগলের মুখপাত্র। সুতরাং ইচ্ছে থাকলে যত দ্রুত সম্ভব কিনে নিতে বলা হয়েছে নেক্সাস ৫।
তবে শুধুমাত্র কয়েকটি রিটেলরে পাওয়া যাবে এই মোবাইল। ইতিমধ্যেই গুগল প্লে থেকে সরিয়ে দেওয়া হয়েছে লালও সাদা রঙের নেক্সাস ৫। আপাতত শুধু কালো ফোনটি বাজারে পাওয়া যাচ্ছে।
গত বছর এরকম সময়েই বাজারে এসেছিল নেক্সাস ৫। এই ফোনের স্ক্রিন ৪.৯৫ ইঞ্চি, রয়েছে ২জিবি র্যাম। ৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১.৩ মেগাপিক্সের ফ্রন্ট ক্যামেরা রয়েছে এই ফোনে। গত মাস থেকে ললিপপ অ্যান্ড্রয়েডে আপডেট করা যাচ্ছিল এই ফোন।