‘বিএনপিই দেশের বিচার ব্যবস্থা কলুষিত করেছে’

Slider গ্রাম বাংলা

আইন সকলের জন্য সমান উল্লেখ করে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, ‘বাংলাদেশের বিচার ব্যবস্থাকে যদি কেউ কলুষিত করে থাকে, তা হলে সেটা করা হয়েছে বিএনপির আমলে’।

বুধবার দুপুরে কুষ্টিয়া শহরের পিটিআই রোডস্থ নিজ বাসভবনে দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

হানিফ বলেন, ‘বাংলাদেশের আদালতে বিচারিক ব্যবস্থায় এমন কোনো কিছু পরিলক্ষিত হয়নি যেটাকে প্রশ্নবিদ্ধ করা যেতে পারে। যারা ভিন্নমতের এবং এ নির্বাচন কমিশনের ভেতরে থেকে এই নির্বাচনটাকে বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদের স্বপ্ন সফল হবে না। ’

এসময় শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শেখ হাসান মেহেদীসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *