ঢাকা: ডিজিটাল নিরাপত্তা আইনের নয়টি ধারা সংশোধনের জন্য লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। আজ সুপ্রীম কোর্টের আইনজীবি এডভোকেট জুলফিকার আলী জুনু তথ্যমন্ত্রী, আইনমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, তথ্যসচিব ও আইনসচিবের উদ্দেশ্যে এ নোটিশ পাঠান।
নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনের ওই ৯টি ধারা সংশোধনের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট আবেদন করে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে বলে জানান আইনজীবি জুলফিকার আলী জুনু।