‘কমাতে হলে সম্পদের ক্ষতি, নিতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে লক্ষ্মীপুরে র্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে আর্ন্তজাতিক দুযোর্গ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (১৩ অক্টোবর) সকালে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইকবাল হোসেন, অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান।
পরে শিশু কিশোরদের জন্য চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করা হয়।