মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া’ BSOM (বিএসওএম) আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট লিগ মালয়েশিয়া-২০১৮।
টুর্নামেন্টে অংশ নিবে মালয়েশিয়ার বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বাংলাদেশি ছাত্রদের ১২টি ক্রিকেট দল।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান আয়োজকরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি শরিফুল ইসলাম। এ সময় বিএসওএম’র সভাপতি শরিফুল ইসলাম বলেন, প্রবাসে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ববোধ বজায় রাখা ও বৃদ্ধির জন্যই আমরা এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি।
আজ শনিবার প্রথম পর্বের খেলা অনুষ্ঠিত হবে। মাঠে খেলা উপভোগ করার জন্য মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণও জানান তিনি।
এছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ইব্রাহিম হক চৌধুরী, সাধারণ সম্পাদক মোরশেদ আলম চৌধুরী, জেনিফারসহ টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ১২টি ক্রিকেট দলের অধিনায়করা ও মালয়েশিয়া অবস্থানরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন শেষে, বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান ‘ফেলমো’র সৌজন্যে অধিনায়কদের মাঝে দলীয় জার্সি বিতরণ করা হয়।