ফাইনালে তাজিকিস্তানকে ট্রাইবেকারে ৪-৩ গোলে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপা জিতে নিল ফিলিস্তিন। শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গোল্ডকাপের ফাইনাল ম্যাচটি শুরু হয়।
এদিন শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলে দু’দল। নির্ধারিত সময়ে কোনো দল গোল না করতে পারায় অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। কিন্তু অতিরিক্ত সময়েও উভয় দলই গোলমুখ খুলতে ব্যর্থ হলে খেলা গড়ায় ট্রাইবেকারে।
আর ট্রাইবেকারেই ৪-৩ ম্যাচ জিতে নেয় ফিলিস্তিন। ফাইনাল শেষে চ্যাম্পিয়ন তাজিকিস্তান দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।