ডেস্কটপ ও ল্যাপটপের জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ। উইন্ডোজের সর্বশেষ ভার্সন ছিল উইন্ডোজ টেন।
উইন্ডোজ টেনের ফের আপডেট শুরু করল মাইক্রোসফট।
কম্পিউটার থেকে একাধিক ফাইল হারিয়ে গেছে এমন অভিযোগের পরেই আপডেট পাঠানো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল মাইক্রোসফট।
অক্টোবর মাসে নতুন আপডেট পাঠানোর কথা জানিয়েছিল মাইক্রোসফট। কিন্তু মাসের শুরুতেই সেই আপডেট গ্রাহকের কম্পিউটারে পৌঁছানোর সাথে সাথেই বিতর্কের সূত্রপাত। এর পরেই আপডেট পাঠানো বন্ধ করে দেয় মার্কিন টেক জায়েন্ট।
কিছু গ্রাহক অভিযোগ জানিয়েছিলেন উইন্ডোজ টেনের আপডেটের পরে তাদের কম্পিউটার থেকে একাধিক ফাইল হারিয়ে গেছে। মারাত্মক এই অভিযোগের পরেই আপডেট পাঠানো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল মাইক্রোসফট।
মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আমরা সম্পূর্ণভাবে এই সমস্যার তদন্ত করেছি। কোম্পানির আভ্যন্তরীণ তদন্তের পরে এই সমস্যার সমাধান পাওয়া গেছে।