দুঘর্টনা মামলা জামিন যোগ্য করা ও শ্রমিকের অর্থদন্ড ৫ লক্ষা টাকা জরিমানা বাতিলসহ ৮দফা দাবি বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন করেছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন। আজ বৃহস্পতিবার সকালে তারা পৌর বাস টার্মিনালে বিক্ষোভ মিছিল সহকারে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের প্রধান সড়কে মানববন্ধন করা হয়।
ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াদুল হোসেন লোদেনের সভাপতিত্বে এবং জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজিব আলীর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শাহ হাবিবুর রহমান জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সহ-সম্পাদক দিয়ারিছ মিয়া, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, প্রচার সম্পাদক আলী হোসেন, ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি তোরাব আলী, সাধারণ শাহজাহান, যুগ্ম সম্পাদক জহির সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে আন্দোলন কর্মসূচিকে ঘিরে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার সব সড়কে বাস চলাচল বন্ধ ছিল।