দিল্লিতে ফের নারীকে উত্যক্ত করার ঘটনা ঘটেছে। ব্যবস্থা না নিয়ে নাকাল করার অভিযোগ পুলিশের বিরুদ্ধেও। ঘটনাস্থল খোদ দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর। দুবাই থেকে আসা এক নারীর অভিযোগ, বিমান থেকে নামার পর বিমানবন্দরেরই এক কর্মী তাঁকে উত্যক্ত করতে থাকে। ঘটনার কথা জানালে কোনও ব্যবস্থা না নিয়ে পুলিশও তাঁকে নাকাল করে বলে অভিযোগ নারীর। অভিযোগ অস্বীকার করে পুলিশ জানিয়েছে, শ্রবণ নামে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার রাতে ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালে দুবাই থেকে আসা বিমান থেকে নামার পর তাঁর শ্লীলতাহানির ঘটনা ঘটেছে বলে অভিযোগ। তাঁর অভিযোগ, তিনি বেরিয়ে যাচ্ছিলেন। তখন তাঁর পিছু নেয় বিমানবন্দরের ওই কর্মী তাঁকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য ছুঁড়ে দেওয়া হয়।তিনি প্রতিবাদ করলে তাঁর গায়ে হাত দেওয়ার চেষ্টা করে লোকটি।তবে অন্যদের সাহায্যে তাকে পাকড়াও করে ফেলেন তিনি।পুলিশ ঘটনাটির ভিডিও ফুটেজ জোগাড় করেছে। বিমানেরই এক যাত্রী নিজের মোবাইল ফোনে ভিডিওটি তুলেছেন। তাতে দেখা গিয়েছে, অভিযুক্তকে মারধর করছে বিমানের যাত্রীরা।