গাজীপুর: বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে ফরমায়েশি রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগরের টঙ্গী বাজার বাস স্টান্ডে বিক্ষোভ মিছিল করেন টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপি।
আজ সকালে মিছিলটি ঢাকা ময়মনসিংহ রোডের টঙ্গীর আশরাফ সেতু শপিং কমপ্লেক্সের পূর্ব পাশ থেকে শুরু করে টঙ্গী বাজার ব্রীজের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
নবগঠিত টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহ্বায়ক সরকার জাবেদ আহমেদ সুমনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব থানা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক জিয়াউল হাসান স্বপন, যুগ্ন আহ্বায়ক তাজুল ইসলাম, ছাত্রনেতা আহসান হাবীব সোহেল, বিএনপি নেতা আবুল কালাম আজাদ মিন্টু, মামুন মাঠান, স্বপন, সিদ্দিক, বাবু সিকদার, সোহেল চৌধুরী, কাদের বাবু, রমজান আলী বাবু, নাজিম, ফিরোজ, আরিফ, জুয়েল, শান্ত, নুর হোসেন, হায়দার, সোহেল, নাঈম সহ অন্যান্য নেতৃবৃন্দ।