রাজধানীর মোহাম্মদপুর তাজমহল রোডে একটি ‘বাইকার সপ’ নামে মোটরসাইকেল সরঞ্জামাদির দোকানে বিস্ফোরণে ৫ জন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
বুধবার রাত ৯টার দিকে ৬/১ তাজমহল রোড এই ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- দোকানের স্টাফ আরিফ হোসেন (২৫), আবুল কাশেম (৩২), মিন্টু মিয়া (৫২), রিপন (৩৫) ও ক্রেতা রবিউল হাসান পনিক (২৩)। এদের একজন হলেন শ্যামলীর বাসিন্দা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রবিউল।
তিনি জানান, মোটরসাইকেলের জন্য একটি গ্লাস দেখার জন্য দোকানে সামনে গেলে মুহূর্তেই দোকানের ভিতর বিকট শব্দ হয়। এরপরই দোকানে আগুন লেগে যায়। কিন্তু বিস্ফোরণটা নিশ্চিত করে তিনি বলতে পারেননি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া চিকিৎসকের বরাদ দিয়ে বলেন, দগ্ধ পাঁচজনের কেউই আশঙ্কা মুক্ত নয়।