‘সরকারের খুন, গুম, অপহরণ, দুর্নীতি, দুঃশাসনের দায় দায়িত্ব নেব না’

টপ নিউজ রাজনীতি

image_162478.bablu1‘বর্তমান সরকারের সঙ্গে আমরা কৌশলগত কারণে আছি’ মন্তব্য করে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, এই সরকারের খুন, গুম, অপহরণ, দুর্নীতি, দুঃশাসনের কোনো দায়-দায়িত্ব আমরা নেব না।
শনিবার সকাল ১১টায় এরশাদের বনানীর রাজনৈতিক কার্যালয়ে জাতীয় পার্টির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শুনতে পাচ্ছি সরকার গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করবে। যদি মূল্য বৃদ্ধি করা হয় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
সরকারের সঙ্গে কেন কৌশলগত কারণে আছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের ৫০ জনের মধ্যে আমরা দুজন। এতে থাকা না থাকা একই সমান। তবে আমরা মূলত কৌশলগত কারণে তাদের সঙ্গে আছি। তবে সরকার যদি জনগণের বিরুদ্ধে কোনো কিছু করে তাহলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারের অপশাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব। আমাদের আন্দোলন হবে সম্পূর্ণ গণতান্ত্রিক। আমাদের আন্দোলনের মাধ্যমে আমরা একটি নজির স্থাপন করতে চাই। যা ইতিপূর্বে কেউ করতে পারেনি। আমরা চাই রাজনীতির একটি পরিবর্তন।
জিয়াউদ্দিন বলেন, সরকারের সঙ্গে আমাদের কৌশলগত অংশগ্রহণ হচ্ছে এই কারণে যে ২০১৩ সালে গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছিল। বিএনপি-জামায়াত দেশব্যাপী সন্ত্রাস, নাশকতা, অগ্নিসংযোগ, মানুষ হত্যা করছিল। এসব গণতন্ত্র বিরোধী কাজকে রুখে দেওয়ার জন্য, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সরকারের সঙ্গে আমরা নির্বাচনে অংশ নিয়েছিলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *