ঢাকা: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিক্রিয়ায় বিএনপির দলীয় কর্মসূচি থাকবে, রাজনৈতিক কর্মসূচি থাকবে ও আইনি তৎপরতাও থাকবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি তিনি বলেছেন, এ দেশে কোনো নাগরিকের সুবিচার পাওয়ার অধিকার নেই।
২১ আগস্ট রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি সন্তুষ্ট নয় জানিয়ে ফখরুল বলেন, এ রায়ের প্রতিবাদে বিএনপি কর্মসূচি পালন করবে।
এ রায়ের প্রতিক্রিয়ায় তিনি সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার উদ্ধৃতি উল্লেখ করে বলেন, যে দেশে একজন প্রধান বিচারপতি ন্যায়বিচার পান না, সেখানে অন্য নাগরিকের কী হল, সেটা সৃষ্টিকর্তা মালুম।
ফখরুল বলেন, রায়ের প্রতিক্রিয়ায় আমাদের দলীয় কর্মসূচি থাকবে, রাজনৈতিক কর্মসূচিও থাকবে ও আইনি তৎপরতাও থাকবে।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন এবং বাকি ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।