সুনামি বিধ্বস্ত ইন্দোনেশিয়ার পলু শহর যেন মৃত্যু উপত্যকা হয়ে দাঁড়িয়েছে। বেড়েই চলেছে মৃতের সংখ্যা।
গতকাল মঙ্গলবার পর্যন্ত ইন্দোনেশিয়ার বিপর্যয় মোকাবিলা দল ২০১০টি দেহ উদ্ধার করেছে। তবে এখনও অসংখ্য দেহ ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে রয়েছে বলে জানা গেছে।
এদিকে, ভূমিকম্প ও সুনামি বিধ্বস্ত এলাকায় বিদেশি স্বেচ্ছাসেবক সংস্থার কর্মীদের প্রবেশ নিষিদ্ধ করেছে ইন্দোনেশিয়া সরকার। মঙ্গলবার থেকে ওই সমস্ত এলাকায় তাদের কাজ করতে দেয়া হচ্ছে না। একইসঙ্গে অবিলম্বে বিদেশি এনজিওকর্মীদের দেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে জাকার্তা।
উদ্ধারকারীদের দাবি, প্রায় ৫০০০ বাসিন্দার খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের সকলেই মৃত্যু হয়েছে এই নিয়ে কোন সন্দেহ নেই। তবে দেহ উদ্ধার করতে আরও সময় লাগবে বলে মনে করা হচ্ছে।
সুনামি বিধ্বস্ত সুলেওয়াসির পোলু শহরের পাশাপাশি পেটেবো এবং বালোরা শহরদুটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এখনো উদ্ধারকাজ তেমন ভাবে করা যাচ্ছে না।
সেখানে একাধিক দেহ চাপা পড়ে রয়েছে বলে মনে করছেন উদ্ধারকারীরা।