এমটিভি মোস্ট ওয়ান্টেডের বদৌলতে ছোট পর্দায় তার মুখ বেশ জনপ্রিয়। ইকস ভিকস ও ডেলহি বেলি সিনেমার অন্যতম অভিনেত্রী শেহনাজ ট্রেজারিওয়াল। বলিউডের এই গ্ল্যামারাস কুইন জানালেন তার ছোট থেকে বড় হয়ে ওঠার তিক্ত অভিজ্ঞতার কথা।
সম্প্রতি দিল্লিতে উবের ট্যাক্সির ঘটনার পর তিনি চিঠি পাঠিয়েছেন দেশের কয়েকজন জনপ্রিয় ও ক্ষমতাশালী পুরুষদের কাছে। তারা হলেন পিএম মোদি বলিউডের তিন খান- সালমান, শাহরুখ ও আমির এবং শচীন টেন্ডুলকার ও অনিল আম্বানিকে।
এই খোলা চিঠিতে তিনি লিখেছেন, কিশোরী অবস্থায় পাবলিক ট্রান্সপোর্টে ভিড়ে ঠাসা বাজারে তার সঙ্গে নিয়মিত ঘটে চলা যৌন হেনস্তার কাহিনি। এই সময় তার দেহের প্রায় সর্বত্রই হাতড়ে বেড়িয়েছে অচেনা নোংরা ছোঁয়া।
তিনি আরো লিখেছেন, ‘এই অভিজ্ঞতা শুধু আমার একার নয়, প্রত্যেকটি মধ্যবিত্ত মেয়ের। যারা নিয়মিত যাতায়াত করেন বাসে-ট্রেনে।’ তিনি বলেছেন, এই আতঙ্ক এই দুঃস্বপ্ন মেয়েদের লজ্জা নয়, গোটা পুরুষ জাতির লজ্জা।
তাই নারী জাতির সুরক্ষা নিশ্চিত করতে তিনি এ চিঠির মাধ্যমে দাবি জানিয়েছেন, ধর্ষণকারীদের মৃত্যুদণ্ডের।