ঢাকা: গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, জনগণের দাবি আদায়ের আন্দোলনে প্রত্যেকবার সফল হয়েছি। এবারও ইনশাআল্লাহ আমরা সফল হব।
আজ রোববার বিকেল জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় ঐক্যের এক মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। ড. কামাল বলেন, আজকের এই মানববন্ধনে আপনাদের উপস্থিতি প্রমাণ করছে আপনারা হারে হারে টের পাচ্ছেন বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন কত প্রয়োজন।
এই নিরপেক্ষ নির্বাচনের দাবি আন্দোলনের মাধ্যমে আদায় করতে হবে। গণতান্ত্রিকভাবে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে হবে। কারণ জনগণের মূল্যবান কোন দাবি আদায় করতে হলে ঐক্যবদ্ধ হতে হয়। এটা অসম্ভব কিছু না।
জনগণ বাংলাদেশের মালিক। সেই মালিকের ভূমিকা আপনাদের রাখতে হবে।
অতীতে প্রত্যেকবার আমরা আন্দোলনে সফল হয়েছি। এবারও ইনশাআল্লাহ সফল হব। এর জন্য জনগণের ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। নারী পুরুষ সবাই মিলে ঐক্য ঐক্য তৈরি করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের মালিক হল জনগণ। জনগণের ক্ষমতা যদি জনগণের হাতে না থাকে তাহলে পায়কারি হারে লুট হয়। আজকে দেশে সেই কাজটাই হচ্ছে।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন -জাতীয় ঐক্যের সদস্য সচিব আ ব ম মোস্তফা আমিন, ডাকসুর সাবেক ভিপি সুলতান মুহাম্মদ মুনসুর, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম ফাহিম উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, ভাষাণী ফাউন্ডেশনের সভাপতি সিদ্দিকুর ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা, গণতান্ত্রিক দল সভাপতি সামছুল আলম চৌধুরী, গণদল সভাপতি এটিএম গোলাম মাওলা চৌধুরী প্রমুখ।