রাজশাহীতে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

Slider রাজশাহী

রাজশাহীতে জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদককে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব। তাকে বড় ধরণের প্রতারক বলছে র‌্যাব।

শুক্রবার রাত দেড়টার দিকে জেলার দুর্গাপুর উপজেলার পালি বাজারে অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে।
শনিবার র‌্যাব-৫ সদর দফতরে সংবাদ সম্মেলনের আয়োজন করে তাকে গণমাধ্যমের সামনে হাজির করা হয়।

গ্রেফতার ছাত্রলীগ নেতার নাম সাজ্জাদ আলী (২৫)। সে দুর্গাপুর উপজেলার বেলঘোরিয়া মধ্যপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

র‌্যাব-৫ এর অধিনায়ক মাহাবুবুল আলম জানান, সাজ্জাদ একজন প্রতারক। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী প্রেস সচিব আফছার সিদ্দিকী বিটু, এপিএস সাইফুজ্জামান শেখর এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পরিচয় দিয়ে বিভিন্ন এমপি, মন্ত্রী এবং আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নেতাদের মনোনয়ন পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করছিল। ইতোমধ্যেই কয়েকজনের কাছ থেকে সাজ্জাদ বড় অংকের টাকা হাতিয়ে নিয়েছে।

এছাড়াও রেলওয়েতে সরকারি চাকরি, পুলিশের এসআই পদে নিয়োগ এবং অন্যান্য সরকারি সংস্থায় চাকরি দেবে বলেও বিভিন্ন লোকজনের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাসহ মন্ত্রী-এমপিদের সঙ্গে সেলফি তুলে সেগুলো দেখিয়ে প্রতারণা করতো সাজ্জাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *