ঢাকা:যুদ্ধে যৌন নিপীড়নকে হাতিয়ার হিসেবে ব্যবহার রোধে আপ্রাণ প্রচেষ্টার জন্য এবার শান্তিতে নোবেল পেলেন কঙ্গোর চিকিৎসক ডেনিস মুকওয়েগে এবং ইরাকের ইয়াজিদি তরুণী মানবাধিকার কর্মী নাদিয়া মুরাদ। গতকাল নরওয়ের নোবেল কমিটির চেয়ারম্যান রেবিত বাইস আন্দারসেন এক সংবাদ সম্মেলনে চলতি বছর শান্তিতে নোবেল জয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করেন। বিজয়ী দুজনই যৌন নিপীড়নমূলক যুদ্ধাপরাধকে সকলের নজরে আনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে নোবেল কমিটির পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।
মুকওয়েগে কঙ্গোর একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং তিনি বুকাভু শহরের পূর্বাঞ্চলে প্যানজি নামের একটি হাসপাতালে যৌন নিপীড়নের শিকার নারীদের চিকিৎসাসেবা দেন। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এ হাসপাতালটি প্রতি বছর হাজার হাজার যৌন নিপীড়নের শিকার নারীদের চিকিৎসা দেয়। তাদের মধ্যে অনেকের অস্ত্রোপচারেরও প্রয়োজন পড়ে। অপরদিকে, ইরাকের উত্তরাঞ্চলীয় এক ইয়াজিদি গ্রামের মেয়ে নাদিয়া মুরাদকে তুলে নিয়ে নির্যাতন আর ধর্ষণ করেছিল আইএস জঙ্গিরা। আইস ডেরা থেকে পালিয়ে আসা এই তরুণী পরে পরিণত হন ইয়াজিদি জনতার মুক্তি আন্দোলনের প্রতীকে।