নাটোরের বড়াইগ্রামে এ্যাম্বুলেন্স-ট্রাক-সিএনজি চালিত অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে ১ জন নিহত ও ছয়জন আহত হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে বনপাড়া-নাটোর মহাসড়কের উপজেলার জোয়াড়ি কারবালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সিএনজি অটোরিক্সার যাত্রীর নাম আইয়ুব আলী (৩৫)। তিনি উপজেলার আহম্মেদপুর নওপাড়া গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে। আহত হয়েছেন অটোরিক্সা চালক একই গ্রামের নুর আলম (২৮), নিহতের ভাই মোজাম্মেল আলী (২৭), যাত্রী সিরাজুল ইসলাম (৩৫), নজরুল ইসলাম (৩০) ও আহম্মেদপুর গ্রামের সুমন হোসেন (২৫) এবং এ্যাম্বুলেন্স চালক ধানুড়া গ্রামের শ্যামল চন্দ্র দাস (২৮)।
আহত ২ জনকে বনপাড়া আমেনা হাসপাতাল ও বাকি ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বনপাড়া থেকে নাটোরগামী ট্রাকের চালক ঝিমুচ্ছিলেন। হঠাৎ ডান দিকে চলে গেলে বিপরীত দিক থেকে আসা এ্যাম্বুলেন্স ও এর পেছনে থাকা সিএনজি অটোরিক্সার সংঘর্ষ ঘটে এবং এই হতাহতের ঘটনা ঘটে।
ঝলমলিয়া হাইওয়ে থানার ইনচার্জ এসআই মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও নাটোর ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এসে হতাহতদের উদ্ধার করে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।