হাতের আঙুলের উন্নত চিকিৎসার জন্য সাকিব আল হাসান অস্ট্রেলিয়া যাবেন। এর আগে আঙ্গুলের মারাত্মক ব্যাথা নিয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তির তিনদিন পর অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল ছেড়েছেন সাকিব।
সাকিবের অস্ট্রেলিয়া যাওয়ার খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি জানান, সাকিব ডাক্তার দেখাতে অস্ট্রেলিয়া যাবেন। তবে চিকিৎসার জন্য কবে তিনি অস্ট্রেলিয়া যাবেন সে বিষয়ে নির্দিষ্ট কোন তারিখ জানা যায়নি।
এশিয়া কাপ চলাকালে চোটগ্রস্ত আঙ্গুল অত্যাধিক ফুলে যাওয়া দেশে ফিরে আসেন সাকিব। দেশে ফেরার পর আঙুলের অবস্থা গুরুতর হয়ে উঠায় সাকিবকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসকরা তার চোটগ্রস্ত আঙুল থেকে ৭০ মিলিগ্রাম পুঁজ বের করেন।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে ঘরের মাঠে অনুষ্ঠিত জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিংয়ের সময় বাম হাতের কনিষ্ঠ আঙুলে ব্যথা পান সাকিব। প্রায় এক মাস মাঠের বাইরে থাকেন, খেলা হয়নি ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ ও শ্রীলঙ্কার মাটিতে নিদাহাস ট্রফির শুরু দিকে একাধিক ম্যাচ। এরপর মাঠে ফিরলেও সেই আঙ্গুলের চোট বেশ ভুগিয়েছে।