বাপ্পী চৌধুরী ও সুস্মি অভিনীত ‘আসমানী’ ছবিটি আগামী ১২ অক্টোবর মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করেছেন শাখাওয়াত হোসেন।
নিজের নির্মিত প্রথম এই ছবিটি ৬০টির মতো হলে মুক্তির দেয়ার ইচ্ছে আছে বলে জানিয়েছেন তিনি।
শাখাওয়াত হোসেন বলেন, পরিচালকের চলচ্চিত্র নির্মানের প্রক্রিয়া নিয়ে ছবিটি তৈরি হয়েছে। ‘আসমানী’ মৌলিক গল্পের শতভাগ সিনেমা। এটি হৃদয়স্পর্শী একটি গল্প।
‘আসমানী’ ছবিটি গত ১২ জুলাই সেন্সর ছাড়পত্র পায়। এর অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অরুণা বিশ্বাস, শম্পা রেজা, জয়ন্ত চট্টোপাধ্যায়, সিরাজ হায়দার, শহীদ আলমগীর প্রমুখ।
‘আসমানী’তে মোট পাঁচটি গান থাকছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন মমতাজ, প্রয়াত কালিকা প্রসাদ (দোহার ব্যান্ড), সুমি (চিরকুট ব্যান্ড), অন্বেষা ও ইমরান। সংগীত পরচিালনায় রয়েছে ‘চিরকুট’ ব্যান্ড।