টেকনাফে পরকীয়ার জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক বড় ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরের দিকে কক্সবাজার বাহারছড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
গত শনিবার গভীর রাতে টেকনাফ সদর ইউনিয়নের জাহালিয়া পাড়া এলাকায় ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ছোট ভাই মৃত নাজির হোসেনের ছেলে মো. ইসমাঈল(২৮)।
স্থানীয় সূত্রে যায়, সদরের জাহালিয়া পাড়া এলাকার মৃত নাজির হোসেনের ছেলে মোহাম্মদ ইসমাঈলকে (২৮) ঘুমন্ত অবস্থায় জবাই করে হত্যা করে বড় ভাই ফরিদ আহমদ (৪৮)। হত্যার পর হাত ও পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতক।
