সাভারে রাজনৈতিক ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি বেসরকারি হাসপাতালের ওয়ার্ড বয় আহত হয়েছে। মঙ্গলবার বিকেলে সাভার থানা বাসস্ট্যান্ড এলাকায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সাইনবোর্ডের উপর ব্যানার লাগাতে গিয়ে এ ঘটনা ঘটে।
আহত ওই ওয়ার্ড বয়ের শরীরের ৫০ ভাগের বেশি অংশ ঝলসে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
ওই যুবকের নাম রিপন (২০)। তিনি এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে কাজ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে ওয়ার্ড বয় রিপন সাভার থানা বাসস্ট্যান্ডে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের বিলবোর্ডের সাথে একটি ব্যানার লাগাতে যায়। ব্যানারটি বিলবোর্ডের নিচ দিয়ে ঝুলানোর একপর্যায়ে উপর দিয়ে বয়ে যাওয়া পল্লীবিদ্যুতের মূল লাইনের তারের সাথে জড়িয়ে পরেন তিনি। এসময় তার পায়ে আগুন ধরে যায় এবং সে বিলবোর্ডের লোহার সাথে ঝুলে থাকে।
এ ঘটনায় তাৎক্ষনিকভাবে স্থানীয় পল্লীবিদ্যুৎ অফিসে বিষয়টি জানালে মূল লাইনটি বন্ধ করে দেয়া হয়। পরে স্থানীয়দের সহায়তায় শরীরের প্রায় ৬০ ভাগ পুড়ে যাওয়া ওয়ার্ড বয় রিপনকে গুরুতর অবস্থায় উপর থেকে নামানো হয়।