এস কে সিনহা’র বিরুদ্ধে নাজমুল হুদার মামলা

Slider ফুলজান বিবির বাংলা


ঢাকা:সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে মামলা করেছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা। গতকাল বিকালে রাজধানীর শাহবাগ থানায় তিনি মামলাটি করেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে এস কে সিনহার বিরুদ্ধে মামলাটি দায়ের হয়েছে। তিনি বলেন, বিষয়টি দুর্নীতি দমন কমিশনের তদন্ত ও আইনের সঙ্গে সংগতিপূর্ণ। এজন্য মামলাটি দুদকে পাঠানো হয়েছে।

এদিকে ষোড়শ সংশোধনী বাতিলের রায় এবং কিছু পর্যবেক্ষণের কারণে ক্ষমতাসীন দলের তোপের মুখে ২০১৭ সালের অক্টোবরের শুরুতে ছুটিতে যান তৎকালীন প্রধান বিচারপতি এস কে সিনহা। পরে বিদেশ থেকেই তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়। সম্প্রতি বিদেশে বসে ‘এ ব্রোকেন ড্রিম: রুল অব ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি’- শিরোনামে একটি বই লিখে ব্যাপক আলোচনার জন্ম দেন এস কে সিনহা। এর মধ্যেই এস কে সিনহার বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানে তোড়জোড় শুরু করে দুর্নীতি দমন কমিশন। পাশাপাশি গতকাল থেকে তার ছোটভাই অনন্ত কুমার সিনহার দুর্নীতি নিয়েও অনুসন্ধান শুরুর সিদ্ধান্ত নেয় সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *